বাউফলে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক সভা

বাউফলে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক সভা

এম অহিদুজ্জামান ডিউক, প্রতিনিধি বাউফল পটুয়াখালীর বাউফলে বন্যপ্রাণী সংরক্ষণে গণ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার ধানদি ফাযিল মাদ্রাসা মিলনায়তনে এর আয়োজন করা হয়। স্থানীয় আবুবক্কর এর সভাপতিত্বে ও সেভ দি বার্ড এ্যান্ড বি এর পরিচালক আবুল বশারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর খুলনা অঞ্চল এর মৎস্য বিশেষজ্ঞ মো: মফিজুর রহমান। বাংলাদেশ বন্য প্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের অর্থায়নে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ, বাউফল প্রেসক্লাব সহ সভাপতি মঞ্জুর মোর্শেদ, সাংবাদিক ও এনজিও কর্মী অতুল চন্দ্র পাল, সাংবাদিক অহিদুজ্জামান সুপন, এবিএম মিজানুর রহমান ও জসিম উদ্দিন প্রমূখ। সভায় স্থানীয় সংবাদকর্মী, সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধীক মানুষের উপস্থিতিতে ভিডিও ডকুমেন্টরী প্রদর্শন শেষে প্রাণ-প্রকৃতি রক্ষায় দেশি প্রজাতির পরিবেশ বান্ধব গাছে পরিকল্পিত বনায়ন, কিটপতঙ্গ সহ সকল ধরনের বন্য ও বিপন্ন প্রানীদের বাঁচাতে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।